Breaking News

নজিরবিহীন নির্দেশ নির্বাচন কমিশনের! প্রয়োজন হলে দ্বিতীয় দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ কমিশনের

প্রসেনজিৎ ধর,কলকাতা :- ১ এপ্রিল রাজ্যের ৩০টি আসনে দ্বিতীয় দফার ভোট | আর এই দ্বিতীয় দফার ভোটে দরকার হলে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ নির্বাচন কমিশনের | বাংলার দ্বিতীয় দফার ভোটের আগে এমনই নজিরবিহীন নির্দেশ কমিশনের|প্রসঙ্গত,প্রথম দফার ভোটের আগের রাত্রে প্রবল বোমাবাজি হয় পূর্ব মেদিনীপুরের পটাশপুর | এমনকি স্পর্শকাতর এলাকায় টহলদারি চলাকালীন বোমাবাজিতে গুরুতর আহত হন পটাশপুর থানার ওসি |একইসঙ্গে গুরুতর জখম হন আধাসেনার এক জওয়ানও | অভিযোগ, টহল দেওয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা বলে অভিযোগ | যে ঘটনায় বিজেপি-তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুলও তোলে| সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার দ্বিতীয় দফার আগে কড়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন |

১ এপ্রিল রাজ্যের ৩০টি আসনে ভোট দ্বিতীয় দফার ভোট হবে | দ্বিতীয় দফায় তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস,সোনামুখী,গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর -এ ভোট রয়েছে | আর দ্বিতীয় দফার ভোটের ৩ দিন আগেই কেন্দ্রীয় বাহিনীকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন | কোনও সমস্যা হলেই আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারে বাহিনী| তবে এর নজির প্রায় নেই বললেই চলে | কমিশনের এই নির্দেশে দ্বিতীর দফার ভোটের আগে সাধারণ ভোটাররা আরও আতঙ্কিত বোধ করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *