প্রসেনজিৎ ধর :- ১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট | এই পর্বের জন্য ভোটের প্রচারের শেষ দিনে বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলতে আজ ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | আজই নন্দীগ্রামে শেষ প্রচার | এবারের নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম | এই আসনে লড়াই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদা তাঁরই ঘনিষ্ঠ সহযোগী, বর্তমানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর | অন্যদিকে আজ তৃণমূললের প্রচারে হাজির থাকবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও | আজ শেষ দিনের প্রচার কর্মসূচী জুড়ে তাই সরগরম গোটা নন্দীগ্রাম | আজ দুপুর ১২টা নাগাদ নন্দীগ্রামে রোড শো করবেন অমিত শাহ | শুভেন্দু অধিকারীর সমর্থনে এই রোড শো করবেন তিনি | এরই মধ্যে নন্দীগ্রামে আজ শেষ দিনের প্রচারে হাজির থাকার কথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তীর |
অমিত শাহ নন্দীগ্রাম থেকে চলে যাবেন পশ্চিম মেদিনীপুরের ডেবরায়| সেখানে বেলা ১টা ৩৫ নাগাদ রোড শো রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর | বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে এই রোড শো করবেন তিনি | বিকেল ৩ টে ৫ নাগাদ পাঁশকুড়ায় রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী | বিকেল ৪টে ৪০ নাগাদ ডায়মন্ড হারবারে পৌঁছবেন অমিত শাহ| সেখানকার প্রার্থী দীপক হালদারের সমর্থনে জনসভা রয়েছে তাঁর | অভিষেকের উপর ক্ষোভ থেকেই নাকি দীপক হালদার ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বলে অভিযোগ | সেই দীপককেই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের এবারের মুখ করেছে বিজেপি | তাঁর প্রচারে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সভা করবেন সেখানে |