দেবরীনা মণ্ডল সাহা:- নন্দীগ্রামকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি| তবে সেই নন্দীগ্রামের ভোটের দিনেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | তবে নন্দীগ্রামের ভোটের দিন প্রধানমন্ত্রী রাজ্যে প্রচারে আসাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল | ১ এপ্রিল থেকে রাজ্যে ফের ভোট প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী | ওইদিন তাঁর দু’টি সভা রয়েছে | দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও হাওড়ার উলুবেড়িয়ায় | যেদিন মোদি উলুবেড়িয়া ও জয়নগরে জনসভা করবেন, সেদিন রাজ্যে চলবে দ্বিতীয় দফার ভোটপর্ব | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষবার প্রচারে রাজ্যে এসেছিলেন ২৪ মার্চ| ২৪ মার্চ কাঁথির জনসভা থেকে বহিরাগত ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছিলেন |
২১ মার্চ বাঁকুড়ার সভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী | সেই সভা থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, ২ মে দিদি যাচ্ছেনই | দলীয় সূত্রে খবর, আগামী ১ এপ্রিল থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে আরও ১৫টি জনসভা করবেন প্রধানমন্ত্রী | জয়নগর, উলুবেড়িয়া, আরামবাগ, কোচবিহার, সোনারপুর, শিলিগুড়ি, কল্যাণী, বর্ধমান, বারাসত, কৃষ্ণনগর, গঙ্গারামপুর, মুর্শিদাবাদ, আসানসোল, মালদহ ও দক্ষিণ কলকাতায় প্রধানমন্ত্রীর নির্বাচনী কর্মসূচি রয়েছে বলে সূত্রের খবর | তবে দক্ষিণ কলকাতায় তিনি রোড-শো করতে পারেন | দক্ষিণ কলকাতায় ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীকে দিয়ে রোড-শো করাই লক্ষ্য বিজেপির | বাংলাকে এবার পাখির চোখ করেছে বিজেপি | আর তাই রাজ্যজুড়ে প্রচারে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |