প্রসেনজিৎ ধর:- এবার সিবিআই জালে রোজভ্যালি সংস্থার অন্যতম কর্ণধার শুভ্রা কুন্ডু। আজ, শুক্রবার কলকাতার বাসভবন থেকে শুভ্রাকে গ্রেফতার করেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। যদিও সিবিআই এর আগেই গৌতম কুন্ডুকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, গৌতম কুন্ডু গ্রেফতারের পর থেকেই জেল থেকে পাওয়া তাঁর নির্দেশ মেনে কয়েক শো কোটি টাকা পাচার করেছেন তাঁর স্ত্রী এমন টাই অভিযোগ। এমনকি বেশ কিছুদিন ধরেই তদন্তে সহযোগিতা করছিলেন না শুভ্রা কুন্ডু। পাশাপাশি, গোয়েন্দাদের এড়িয়ে চলার জন্য কলকাতা ছেড়ে মুম্বইতে থাকা শুরু করেছিলেন শুভ্রা। গোয়েন্দাদের অনুমান ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে টাকাও অন্যত্র চালান করে দিয়েছেন । সিবিআই সূত্রে খবর শুভ্রাকে শীঘ্রই আদালতে তোলা হবে, এমনকি ট্রানজিট রিম্যান্ডে তাঁকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে। আশা করা হচ্ছে শীঘ্রই জিজ্ঞাসাবাদ পর্বও শুরু করা হবে।