Breaking News

‘বাংলায় পরিবর্তনের পথ নন্দীগ্রাম, শুভেন্দুই জিতছেন’, প্রত্যয়ী অমিত শাহ,’মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই নন্দীগ্রামে নারী নির্যাতন,’ মমতাকে তোপ অমিত শাহর

প্রসেনজিৎ ধর :- ভোটের আগে মঙ্গলবার শেষবেলার প্রচারে সরগরম নন্দীগ্রাম | এদিন প্রার্থী শুভেন্দুকে নিয়ে নন্দীগ্রামে ভেটুরিয়া থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত প্রায় আড়াই কিমি রোড শো করেন অমিত শাহ | এই রোড শোয়ে ভিড় ছিলে চোখে পড়ার মতো,যা দেখে আপ্লুত বিজেপির ‘চাণক্য’ | রোড শো শেষে অমিত শাহ বললেন, ‘এই ভিড়ই প্রমাণ করছে এবারের ভোটে নন্দীগ্রামে শুভেন্দু জিতছেন বড় ব্যবধানে |’

একই সঙ্গে তিনি বলেন, ‘পরিবর্তনের একটাই রাস্তা, নন্দীগ্রামে মমতা দিদিকে হারাতে হবে | তাহলেই গোটা রাজ্যে পরিবর্তন আসবে |’ শুভেন্দুকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে শাহ বলেন, “নন্দীগ্রামে পরিবর্তন হলেই বাংলায় পরিবর্তন আসব|”অমিত শাহ বলেন, ‘মা, মাটি, মানুষের কথা বলে যে প্রতারণা করা হয়েছে তা যাতে আর কেই করতে না পারে তার জন্যই বিরাট ব্যবধানে নন্দীগ্রামে শুভেন্দুর জেতা দরকার|’

অমিত শাহ আরও বলেন,’পরিবর্তনের একটাই রাস্তা নন্দীগ্রামে মমতা দিদিকে হারাতে হবে। তাহলেই গোটা রাজ্যে পরিবর্তন আসবে |’এদিন আরও অভিযোগ করে বলেন,‘মমতা নন্দীগ্রামের যেখানে থাকেন তার ৫ কিমির মধ্যে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে | বিজেপি করার অপরাধে আমাদের যে কর্মীর মাকে মারা হয়েছিল তিনি প্রাণ হারিয়েছেন | স্পষ্ট হচ্ছে বাংলার মহিলাদের সুরক্ষার কী হাল |’মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথ ঘিরে টানটান উত্তেজনা নন্দীগ্রামে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *