নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর :-প্রচারের শেষ দিনে মঙ্গলবার নন্দীগ্রামে ফের আক্রান্ত সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় | এদিন নন্দীগ্রামে ভুতোর মোড়ে মিছিল পৌঁছলে সেখানে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ | বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ | যদিও তৃণমূলের তরফ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে | সূত্রের খবর, হামলার সময় মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং রবীন দেব উপস্থিত ছিলেন | জানা গেছে, এদিন নন্দীগ্রামের ভূতার মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ছিল | তৃণমূল সমর্থকরা যখন দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন, তখন সেখানে প্রচার চালাচ্ছিলেন বামফ্রন্ট প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় |সঙ্গে দলের বরিষ্ঠ নেতারাও ছিলেন। ঠিক সেই সময় তৃণমূলের কর্মীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ সিপিএম-এর | হামলার জেরে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলেও দাবি বামেদের | পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ | সিপিএম-এর তরফ থেকে এই হামলার জন্য তৃণমূলকেই অভিযুক্ত করা হয়েছে | সিপিএম নেতৃত্বের দাবি, গত কয়েকদিন আগেও সিপিএম নেতৃত্বের উপর হামলা করা হয়েছিল| সেই সময় পুলিশের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি | কোনও দোষীকে গ্রেফতার করা যায়নি | সেই কারণে ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়ে সিপিএম কর্মী সমর্থকরা |