প্রসেনজিৎ ধর, হুগলি :- আগামী ১০ ই এপ্রিল চতুর্থ দফার ভোট রয়েছে হুগলির শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে | তার আগে রোদের তেজ উপেক্ষা করে জোরকদমে প্রচার চালাচ্ছেন শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ সুদীপ্ত রায় | এ বছর তাঁর হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি প্রার্থী কবীরশংকর বোসের সাথে | এই হাড্ডাহাড্ডি লড়াই -এ বিশহাজার থেকে চল্লিশহাজার ভোটে জিতবেন তিনি, এমনটাই আত্মবিশ্বাসের সুর শোনা গেল ডাঃ সুদীপ্ত রায়-এর গলায়|
এদিন তাঁর সাথে প্রচারে উপস্থিত ছিলেন ডাক্তারবাবুর ঘনিষ্ঠ রিষড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ দাস | তিনি এদিন বলেন,ডাক্তারবাবু আমাদের ঘরের মানুষ, ওনার জয় নিশ্চিত | তাই ওনার জয় নিয়ে কোনও সন্দেহ নেই |
তিনি আরও বলেন ডাক্তারবাবু যেভাবে তৃণমূলস্তরের মানুষের সাথে যোগাযোগ রাখেন, তাদের সাথে মিশে চলেন তাতে উনি মানুষের কাছের লোক | এমনকি ডাঃ সুদীপ্ত রায় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন বলেও জানান অভিজিৎ দাস| তাঁর আরও অভিযোগ বিজেপি প্রার্থী ভোটের আগে উড়ে এসে জুড়ে বসেছে, শ্রীরামপুরে ফ্লাট নিয়ে | কবীরশংকর বোস এলাকার ভূমিপুত্র নন বলেও দাবি করেন অভিজিৎ দাস |
তিনি এলাকার কোনও উন্নয়ন করেননি,তাই ডাঃ সুদীপ্ত রায়কেই এলাকার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদী অভিজিৎ দাস |প্রসঙ্গত,ডাঃ সুদীপ্ত রায় শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়কও |