Breaking News

কোচবিহারের সিতাইয়ের বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ,কাঠগড়ায় শাসক দল,অভিযোগ অস্বীকার তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার :- রাজ্যে ইতিমধ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গেছে | এবার কোচবিহারের সিতাইয়ের বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে | মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা মহকুমা শাসকের দফতর সংলগ্ন কাছারি এলাকায় | জানা গেছে, সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক রায় | তাঁর অভিযোগ, এদিন সকালে নিজের একটি কাজের জন্য কাছারিতে গিয়েছিলেন | তাঁর অভিযোগ,সেই সময়ে মান্নে নামে এক ব্যক্তি তার সঙ্গে কথা বলতে আসেন | দীপক রায়ের অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই মান্নের সঙ্গে থাকা কয়েকজন খেলা হবে বলে চিৎকার শুরু করেন| এরপরই তাঁকে এবং তাঁর সঙ্গী দীপঙ্কর বর্মনকে মারধর করা হয় বলে অভিযোগ | দীপকের অভিযোগ, “ওকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ওরা | বেদম মারে |” এমনকি দীপঙ্করকে বাঁচাতে গেলে দীপক রায়কেও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ | এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে | বিজেপির অভিযোগ,ভোটের মুখে এলাকায় হিংসা ছড়াতে প্রায়ই এরকম ঘটনা ঘটছে | যদিও তৃণমূলের তরফে এ ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *