নিজস্ব সংবাদদাতা :- রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন | এই ভোট বঙ্গে মঙ্গলবার গভীর রাতে কামারহাটি এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে কাদা ছোঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে | যদিও নিজেদের দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি কামারহাটির বিজেপি প্রার্থীর | কামারহাটির তৃণমূল নেতাদের অভিযোগ, মঙ্গলবার রাতে ৯ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কাদা লাগিয়ে দেয় বিজেপির কর্মী-সমর্থকরা বলে অভিযোগ | এমনকি এলাকায় থাকা শাসকদলের পোস্টার, ব্যানার, হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ | ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায় | তৃণমূলের তরফে আরও অভিযোগ করা হয় হার নিশ্চিত জেনে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি | তৃণমূলের পাল্টা দিয়েছেন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় | তিনি বলেছেন,“বিজেপির জয় নিশ্চিত | আমরা জানি আমরা জিতবই| তাই আমাদের অশান্তি ছড়ানোর কোনও কারণ নেই | ওরা নিজেরাই এসব করছে, আবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে|”