পার্থ মুখার্জি, নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন| দ্বিতীয় দফার ভোটের আগের দিনভোটের আগের দিনই জনবহুল এলাকায় সাতসকালে রাজ্য সড়কের ধারে দুটি তাজা বোমা উদ্ধার | এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা রাজনগর এলাকায় | খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ | পুলিশের তরফ থেকে বোমার উপরে জল ঢেলে নিষ্ক্রিয় করার চেষ্টা চলে | খবর দেয়া হয় বোমস্কোয়াডেও | পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে | ঘটনায় শুরু রাজনৈতিক তরজা | বিজোপির দাবি এলাকায় আতঙ্ক তৈরি করতে এইসব করছে তৃণমূল| আর তৃণমূলের পাল্টা দাবি এটা বিরোধীদের কাজ | এলাকা অশান্ত করতে এই সব করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের| প্রসঙ্গত,বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা, কেশপুরে | ভোটে পশ্চিম মেদিনীপুরে মোতায়েন রয়েছে ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী |