প্রসেনজিৎ ধর :- নন্দীগ্রামে ভোটের আগেই ফের বাড়ল শুভেন্দু অধিকারীর নিরাপত্তা | গেরুয়া প্রার্থীর সুরক্ষায় এবার মহিলা সিআরপিএফ | পুরুষ সিআরপিএফের পাশাপাশি এবার নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে ঘিরে থাকবেন ১৫ জন মহিলা সিআরপিএফ | সূত্রের খবর, প্রচারে বিভিন্ন জায়গায় গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শুভেন্দুকে | বিজেপির অভিযোগ, নন্দীগ্রামের ২১০ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারী যখন বিভিন্ন এলাকায় প্রচারে যাচ্ছিলেন, তখন মহিলা তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ধরছেন, তাঁর প্রচারে বাধা দিচ্ছেন | তাঁদেরকে বাগে আনতে বেশ চাপে পড়তে হয়েছে পুরুষ সিআরপিএফ জওয়ানদের | শুভেন্দু অধিকারীকে এর কম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন একাধিকবার হতে হয়েছে |
বিজেপি এই নিয়ে অভিযোগ তোলে | সেই কারণেই এই ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন| প্রসঙ্গত,গতবছর নভেম্বরের শেষদিকে মন্ত্রীত্ব ছাড়েন শুভেন্দু | তার আগেই রাজ্যের তিনটি দপ্তরের মন্ত্রী থাকাকালীন যে ‘জেড প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন শুভেন্দু, তা ছেড়ে দেন তিনি | বিজেপিতে যোগদানের আগেই কেন্দ্রের তরফে তাঁকে ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় | রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর জন্য দেওয়া হয় বুলেট প্রুফ গাড়ি | এইবার আবারও বাড়ল তাঁর নিরাপত্তা|প্রসঙ্গত, এই ভোটের মরশুমে আরও একাধিক বিজেপি নেতার নিরাপত্তা বেড়েছে |