Breaking News

সোনার বাংলা গড়ার কথা শোনা গেল সপ্তগ্রামের বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাসের গলায়,তৃণমূলের তপন দাশগুপ্তকে কঠিনতম প্রতিদ্বন্দ্বী বলতে নারাজ

প্রসেনজিৎ ধর, হুগলি :- আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন থাকলেও দ্বিতীয় দফা বাদে আরও ৬ দফায় ভোট হবে এ রাজ্যে| আর তাই বাকি দফার ভোটগুলোর জন্যে এখন প্রার্থীদের প্রচার চলছে জোরককদমে | বুধবার প্রচারে দেখা গেল হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাস | এদিন প্রচারে বেরিয়ে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী তৃণমূলের হয়ে অভিযোগ করে বলেন, মানুষের দম বন্ধ হয়ে আসছে, মাটির বাড়ি ভেঙে ভেঙে পরে যাচ্ছে, রাস্তার বেহাল দুর্দশা, তৃণমূলের ১০ বছরের শাসনকালে মানুষ আর পারছে না, মাথার উপর যেন বোঝার মতো চেপে রয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার |

এদিন সোনার বাংলা গড়ার কথাও শোনা গেল দেবব্রত বিশ্বাসের কথায় | এমনকি ২০২১ এ বিজেপি সরকার ক্ষমতায় আসতে চলেছে বলেও প্রত্যয়ের সুর শোনা গেল প্রার্থীর গলায়| এদিন প্রার্থীর সঙ্গে প্রচারে তরুণ ব্রিগেডকে দেখা গেল | তরুণ ব্রিগেডই তাঁকে বাড়তি জোগায় বলে জানান তিনি | পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন,তরুণ ব্রিগেডের মেরুদন্ড ভেঙে দেওয়া হচ্ছে | এমনকি পশ্চিমবাংলায় হিটলারের শাসন চলছে বলে অভিযোগ প্রার্থীর |

প্রসঙ্গত,দেবব্রত বিশ্বাস কিছুদিন আগেই শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন | রাজ্যের প্রাক্তন কৃষি বিপণন মন্ত্রী এবং সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তকে নিজের কঠিনতম প্রতিদ্বন্দ্বী বলতে নারাজ বিজেপি প্রার্থী| তাঁর অভিযোগ উনি নিজে কোনও কাজ করেননি বরং মানুষকে হুমকি দিচ্ছে, উনি যা বর্বরতার নিদর্শন দিচ্ছেন মানুষ তার জবাব দেবে বলেও বলেন তিনি | প্রসঙ্গত,হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের গত দু’বারের বিধায়ক তপন দাশগুপ্তকে ফের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস‌ | এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী পবিত্র দেব | সপ্তগ্রাম আসনে কার মুখে শেষ হাসি ফোটে তা জানা যাবে ২ রা মে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *