নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- বেশ কিছুদিন ধরেই রাজ্যের একাধিক জায়গা থেকে অন্য দলের কর্মীরা বিজেপিতে যোগদান করছে এমন খবর মিলেছিল। এমনকি কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে আলোড়ন ফেলে দিয়েছিল শুভেন্দু অধিকারী। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই ইতিমধ্যেই অস্বস্তির মধ্যে রয়েছে জেলা তৃণমূল থেকে শুরু করে রাজ্য তৃণমূল। অন্যদিকে আজ, শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক তার পদ থেকে ইস্তফা দিলেন। আর এই ঘটনার পর ফের জল্পিনা শুরু হয়েছে এই রাজ্যের রাজনীতি নিয়ে। এমনকি শ্যামল আদক লিখিত ভাবে জানিয়ে দিয়েছেন ইস্তফার প্রসং। দল থেকে সরে যেতেই শ্যামল আদককে ঘিরে ইতিমধ্যেই আঙুল তোলা হয়েছে। পাশাপাশি তার উপর অভিযোগ আছে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সঙ্গে অপব্যবহার করেছেন। সব মিলিয়ে একটি করে দিন যাচ্ছে তার সাথে ক্রমশ ঘনীভূত হচ্ছে তৃণমূলের অন্দরমহল। আসন্ন ভোটের আগেই এক এক করে দল থেকে সরে পড়ছেন তাবর তাবর নেতারা। আসন্ন নির্বাচনের আগে ক্রমশই ঘনীভূত হচ্ছে বিজেপি তৃণমূল বাগবিতন্ডা। নতুন বছর আসতে না আসতেই দুই পক্ষ নিজেদের মধ্যে ভোটের প্রস্তুতি পর্ব নিতে শুরু করে দিয়েছে। আর তারমাঝে টুক টুক করে দল ছাড়ার পরিকল্পনা করছেন একধিক তৃণমূল নেতা।