নিজস্ব সংবাদদাতা :- ভোট প্রচারে গিয়ে মঙ্গলবার ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার গাড়িতে ‘হামলা’র ঘটনায় ছড়ায় তীব্র চাঞ্চল্য| তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়লে আঘাত পান খোদ বিজেপি প্রার্থী | তাই কোনও ঝুঁকি না নিয়ে তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল | আজ থেকেই ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা অশোক দিন্দার | থাকছে হোম প্রোটেকশন ও ক্লোজ প্রোটেকশন টিম| পাশাপাশি ২০ জন সিআরপিএফ জওয়ান ঘিরে থাকবেন তাঁকে | মঙ্গলবার দিন্দার গাড়িতে হামলার পর তড়িঘড়ি রিপোর্ট তলব করে কমিশন | তারপরেই দিন্দার জন্য ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হল | হামলার ঘটনায় বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলেন|যদিও শাসক দলের পক্ষ থেকে এখনও মুখ খোলা হয়নি | আগামিকাল পূর্ব মেদিনীপুরে দ্বিতীয় দফার নির্বাচন | তার আগে মঙ্গলবার শেষবেলার ভোট প্রচারে বেরিয়েছিলেন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা | তাঁর হয়ে প্রচার করেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষও| কিন্তু রোড শোয়ের শেষেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে | অভিযোগ, তৃণমূল সমর্থকদের দিক থেকে প্রাক্তন ক্রিকেটার দিন্দার গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় | সেই ইটই গিয়ে লাগে দিন্দার পিঠে | কাঁধে যন্ত্রণা শুরু হয় তাঁর | সংবাদমাধ্যমকে তিনি জানান, এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি | গাড়ির পিছনের কাচ সম্পূর্ণ ভেঙে যায় | ঘটনায় ইটের আঘাতে গুরুতর আহত হন আরও এক বিজেপি কর্মী | গোটা ঘটনায় প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি প্রার্থীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায় | সেই কারণেই তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হল | বিজেপির তরফে জানানো হয়েছে, দিন্দা বাড়িতে থাকাকালীন আলাদা নিরাপত্তা পাবেন এবং তিনি যেখানেই যাবেন, তাঁর জন্যে অন্তত ২০জন নিরাপত্তারক্ষী থাকবেন |