নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :- আগামীকাল দ্বিতীয় দফার ভোট| তার তার আগের দিন ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম | তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে | যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি বিজেপির | জানা গেছে,বুধবার সকালে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের আমগেছিয়ায় তৃণমূলের কার্যালয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ| এমনকি ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ | শুধু তাই নয়,কার্যালয়ের সামনে থাকা শাসকদলের পতাকাও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ | এমনকি বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ | এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে | তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপির তরফেই এদিন ওই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে | যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা | তাঁর কথায়, “কোনওভাবেই বিজেপির সঙ্গে কোনও যোগ নেই। ওরা নিজেরাই ভাঙচুর করে বিজেপির দিকে আঙুল তুলছে| “ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | এবারের বিধানসভা নির্বাচনে প্রত্যেকের নজর নন্দীগ্রামে | কারণ, ওই আসনে মুখোমুখি লড়াইয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী |