Breaking News

হুগলির খানাকুলে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

প্রসেনজিৎ ধর, হুগলি :- নির্বাচনের আবহে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি নূর শেখ আনোয়ারের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির খানাকুলে | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা | তাঁকে খুন করা হয়েছে বলে দাবি তৃণমুল প্রার্থী নাজিবুল করিমের | অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা | জানা গিয়েছে, খানাকুলের বাসিন্দা নূর শেখ আনোয়ার দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত তিনি| মঙ্গলবার সকালে ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি | রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় এলাকায় খোঁজখবর নিয়েছিলেন পরিবারের সদস্যরা | কিন্তু লাভ হয়নি,হদিশ মেলেনি যুবকের | বুধবার সকালেও এলাকায় যুবকের খোঁজ চালানো হয় | পরে এদিন দুপুরে খানাকুলের হরিশচকে মুণ্ডেশ্বরী নদীতে উদ্ধার হয় তাঁর দেহ |

নদীর পাড়ে মেলে তার জামা ও জুতো | এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা| দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি| ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ | হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শ্রী দিলীপ যাদব এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন এবং খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি | খানাকুলের তৃণমূল প্রার্থী নাজিবুল করিমের অভিযোগ, কিছুদিন আগেই ভাটপাড়া থেকে কিছু গুন্ডা এলাকায় এনেছে বিজেপি | তাঁরা এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে | তৃণমূলের তরফে একথা একাধিকবার পুলিশকে জানানো হলেও আদতে কোনও লাভ হয়নি | কোনও পদক্ষেপ করা হয়নি। সেই কারণেই এই পরিণতি | তাঁর দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে | যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি বিজেপির | কীভাবে মৃত্যু হল ওই যুবকের ঘটনার তদন্তে নেমে তা জানার চেষ্টা করছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *