Breaking News

নজরে পূর্ব মেদিনীপুর,শুধুমাত্র নন্দীগ্রামে ভোটের দায়িত্বে এসপি পদমর্যাদার অফিসার, অন্যদিকে নাড্ডা কাণ্ডে অপসারিত আইপিএস-কেই বিশেষ দায়িত্ব কমিশনের

দেবরীনা মণ্ডল সাহা :- কমিশনের নজরে নন্দীগ্রাম | শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্রের জন্য একজন এসপি পদমর্যাদার অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন | নগেন্দ্র ত্রিপাঠীকে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র নন্দীগ্রামের শান্তিশৃঙ্খলা তদারকির জন্য | পূর্ব মেদিনীপুরের বাকী অংশের নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রবীণ ত্রিপাঠী | সেই সঙ্গে নন্দীগ্রামে অশান্তি এড়াতে ও বহিরাগত প্রবেশ রুখতে বিধানসভাকে কেন্দ্র করে সীমানা সিল করে দিল কমিশন | এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এই প্রবীণ ত্রিপাঠীকেই সরিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রক | কিন্তু রাজ্য সেই নির্দেশ মানেনি | তাঁকে দিল্লি পাঠানোর কথা বলে রাজ্য | তাঁকেই ফের কমিশন ভোটের দায়িত্ব দেয় | রাজ্যের আইপিএসের ওপরেই ভরসা রাখল কমিশন | প্রসঙ্গত, নন্দীগ্রামের উত্তেজনার কথা মাথায় রেখে বিশাল নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে কমিশন | শুধুমাত্র নন্দীগ্রামের জন্য ২২ কোম্পানি আধাসেনা মেতায়েন করা হয়েছে | পাশাপাশি শুভেন্দুর জন্য করা হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে | মঙ্গলবারই নন্দীগ্রামের ভূতনি মোড়ে প্রচার চালানোর সময়ে আক্রান্ত হন মীনাক্ষী মুখোপাধ্যায় | আবার ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দার ওপর আক্রমণ হয় | এরপর বাড়ানো হয় অশোক দিন্দার নিরাপত্তাও | ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় তাঁকে| বারবারই নন্দীগ্রামে অশান্তি, হামলার অভিযোগ উঠছিল | ভোটের ঠিক আগেই বদলির নির্দেশ দেওয়া হয় হলদিয়ার এসডিপিও-কে | তিনি নন্দীগ্রামের দায়িত্বে ছিলেন | কমিশন সূত্রে খবর, হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যর বিরুদ্ধে ভোট পরিচালনায় নিরপেক্ষতার অভাবের অভিযোগ ছিল| ফলে গুরুত্ব দেওয়া হচ্ছে নন্দীগ্রামকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *