Breaking News

রাত পোহালেই ভোট নন্দীগ্রামে, চলছে নাকা চেকিং, জারি ১৪৪ ধারা

দেবরীনা মন্ডল সাহা :- রাত পোহালেই নির্বাচন নন্দীগ্রামে | সেই নন্দীগ্রামেই বাড়তি সতর্কতা নির্বাচন কমিশনের | নন্দীগ্রামের এই ভোটের ফলাফলই ঠিক করে দিতে পারে আগামী দিনের বঙ্গ রাজনীতির গতিপ্রকৃতি | আর তাই এই কেন্দ্রের ভোট যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে মরিয়া নির্বাচন কমিশন | নির্বাচন কমিশন আগেই নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের ৩৫৫টি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছিল | বেশ কিছু বুথকে শনাক্ত করা হয়েছে অতি স্পর্শকাতর হিসেবেও | এবার গোটা বিধানসভা জুড়ে জারি করা হল ১৪৪ ধারা | আজ অর্থাৎ বুধবার সন্ধে ৬টা থেকে আগামী শুক্রবার রাত ১২টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা | যার অর্থ, আজ রাত থেকে ভোটপর্ব মেটা না পর্যন্ত নন্দীগ্রামে কোনওরকম জমায়েত করা যাবে না |

৫ জনের বেশি একসঙ্গে থাকা যাবে না | দুটোর বেশি বাইক একসঙ্গে বেরোলে গ্রেফতার করা হবে | এখনও পর্যন্ত কমিশন সূত্রের খবর, সব মিলিয়ে মোট ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নন্দীগ্রামে ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন | সেই সঙ্গে থাকবেন রাজ্য পুলিশের আধিকারিকরাও | কেন বারবার নন্দীগ্রামে হামলা, অশান্তির অভিযোগ উঠছে,তাতে বিরক্ত হয় কমিশন | দফায় দফায় বৈঠকে বসেন কমিশনের কর্তারা | নন্দীগ্রামের সব বুথই স্পর্শকাতর হিসাবে ঘোষণা করা হয় | সিদ্ধান্ত নেওয়া হয় নন্দীগ্রামের প্রতিটি বুথেই ৮ জন জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবেন |নন্দীগ্রামে ঢোকার চারটি প্রধান পথ চণ্ডীপুর, তল্লা, তেখালি এবং খেজুরির বটতলায় নাকা চেকিং করছে সিআরপিএফ | সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *