প্রসেনজিৎ ধর :- একুশের নির্বাচন এবার শুধু সময়ের অপেক্ষা | আর তার আগেই সারদা, নারদা, আইকোর, রোজভ্যালি সহ একাধিক চিটফান্ডকাণ্ডের তদন্তে যেন তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই থেকে শুরু করে ইডি | একাধিক চিটফান্ড মামলায় নাম উঠে এসেছে শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর | ইতিমধ্যেই রাঘব বোয়ালদার ধরপাকড় শুরু করে দিয়েছে সিবিআই | আর এবার সিবিআই আর জালে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু | মঙ্গলবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দিল্লি গ্রেফতার হন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা অ্যালকেমিস্ট গ্রুপের কর্ণধার কে.ডি.সিং |
তার একদিন যেতে না যেতেই রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করা হল গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে | এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপির জয়প্রকাশ মজুমদার, “তবে শুভ্রা কুণ্ডু-র হাত ধরে আরও অনেকের নাম উঠে আসতে পারে বলে অনুমান জয়প্রকাশের”| এদিকে এই ঘটনায় ‘কিছু বলার নেই’ বলে জানালেন তৃণমূলের নেতা সৌগত রায় | রাজ্যে চিটফান্ড মামলাগুলি নিয়ে নির্বাচনের আগে যেন অতি তৎপরতা শুরু করেছে সিবিআই ও ইডি | রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রের শাসক দলের নির্দেশেই কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা | তাহলে এবার কি একাধিক চিটফান্ড মামলায় রাজ্যের একাধিক হেভিওয়েত নেতা -মন্ত্রীদের ডাক পড়তে চলেছে? সেটা সময়ই বলবে |