পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :- ফের উত্তপ্ত কেশপুর | ভোটের আগের রাতে রাজনৈতিক হিংসার বলি তৃণমূলকর্মী বলে অভিযোগ | গভীর রাতে তৃণমূলকর্মীর বাড়িতে চড়াও হয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে | অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের |এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে | গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তায় | জানা গেছে, গতকাল রাতে কেশপুর ব্লকের ৪ নম্বর অঞ্চলের দাদপুর গ্রামের হরিহরচক বুথে উত্তম দলুই নামের এক তৃণমূল কংগ্রেস কর্মী নিজের বাড়িতে খাবার খাচ্ছিলেন | অভিযোগ, সেইসময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় | ছুরি নিয়ে পেটে আঘাত করে বলে অভিযোগ|এমনকি ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ | তাঁকে বলে আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয় | বুধবার গভীর রাতে উত্তমবাবুর মৃত্যু হয় | গোটা এলাকা থমথম | এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী | প্রসঙ্গত, এই কেশপুর কেন্দ্রটি তৃণমূলের গড় হিসেবে পরিচিত | এবারেও এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক শিউলি সাহা | তাঁর বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির প্রীতিশ রঞ্জন কুয়াড় এবং সিপিএমের রামেশ্বর দোলুই |