Breaking News

বাইকে চেপে বুথে, নন্দীগ্রাম বিধানসভায় প্রথম বার ভোট দিলেন শুভেন্দু,’বেগম হারছে, বিকাশ জিতছে’, ভোট দিয়ে বেরিয়ে প্রত্যয়ী শুভেন্দু

প্রসেনজিৎ ধর :- আজকের ভোটপর্বে ‘হটসিট’ নন্দীগ্রাম | সেখানে মূলত ত্রিমুখী লড়াই | শাসক দলের হয়ে লড়ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়| প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী ও সংযুক্ত মোর্চার মীনাক্ষি মুখোপাধ্যায়| এদিন সাতসকালে নন্দনায়কবাড় স্কুলে ভোট দেন শুভেন্দু অধিকারী |

জয়ের ব্যাপারে অবশ্য আত্মবিশ্বাসী শুভেন্দু | তিনি বলেন, ‘দিদি হার গয়া | পরাজয়ের মার্জিন বলা ঠিক নয় | তবে আগেই বলেছিলাম, বিজেপি ৫০ হাজার ভোটে জিতবে | নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক। সকলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক |’

শুভেন্দু আরও বলেন, “কেউ মমতা বন্দোপাধ্যায়কে চিনতেন ন|  রাজনীতিতে তিনি পরিচিতি পেয়েছেন রাজীব গান্ধীর জন্য | পরে তিনি রাজীব গান্ধীকেও প্রতারণা করেছেন | নন্দীগ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে | তৃণমূল হারছে আর এটা স্পষ্ট | আমি মেদিনীপুরের মানুষের জন্য কাজ করেছি আর তারা আমায় বহু বছর ধরে চেনেন | তারা সকলে আছে | নিঃসন্দেহে বিজেপি জিতছে | “বহু বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। শুভেন্দু বলেন, ‘তৃণমূল কেন এজেন্ট দিতে পারেনি সেটা ওরা বলবে |’ কেশপুরের মৃত্যু নিয়ে তিনি বলেন, ‘যে কোনও মৃত্যু দুঃখজনক | তবে সেটা রাজনৈতিক সংঘর্ষে হয়েছে না অসুস্থতার কারণে, সেটা খোঁজ নিয়ে দেখতে হবে | ভোটে যারা হারে তারা এসব বলে | একজম যেমন ক্রেপ ব্যান্ডেজ বেঁধে ঘুরছিলেন | বেগম হারছে | বিকাশ জিতছে | ভোটগ্রহণ শান্তিপূর্ণ | যে বুথে ভোটারদের বিরক্ত করা হবে, সেখানে যাব |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *