প্রসেনজিৎ ধর :-“অভিষেক বন্দোপাধ্যায়-র ঘরে কয়লা কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু তিনি ধরা পড়বেন না “, শুক্রবার রিষড়ায় এক জনসভা থেকে শাসক দলকে এইভাবে বিঁধলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং | এদিন তিনি আরও বলেন, এই বিনয় মিশ্র কয়লা কাণ্ডে যুক্ত হয়েও যুব তৃণমূলের সভাপতি কি করে থাকতে পারেন? চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কে.ডি.সিং কে নিয়ে এদিন অর্জুন সিং বলেন, এখন আর টাকার দরকার নেই, তাই সে এখন তৃণমূলে নেই | এদিনের সভা থেকে শাসকদলের বিরুদ্ধে কাটমানিরও অভিযোগ করেন তিনি |
প্রসঙ্গত কদিন আগে এক জনসভা থেকে সীতার উদ্দেশ্যে অবমানকর মন্তব্য করেছিলেন তৃণমূলের সাংসদ কল্যণ বন্দোপাধ্যায় | এদিনের সভা থেকে তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিলেন অর্জুন সিং | তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় নিজের দল নিয়ে চিন্তিত বলেও এদিন বলেন অর্জুন সিং | তিনি আরও বলেন কখনও কেউ দল ছাড়ছে, কখনও দলের সাংসদ বেসুরো| এদিনের সভা থেকে তাঁর আরও অভিযোগ লক্ষ্মীরতন শুক্লা, শুভেন্দু অধিকারীরা দলে স্বাধীনভাবে কাজ করতে না পারলে কেনও দলে থাকবেন, দলে সব জায়গায় শুধু ভাইপো অভিষেক বন্দোপাধ্যায় এর আধিপত্য বলেও এদিন অভিযোগ করেন | তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বিজেপির আছে বলেও শুক্রবারের জনসভা থেকে হুঙ্কার দেন অর্জুন সিং | নির্বাচনের দামামা ইতিমধ্যে বেজে গেছে | এখনও বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ না হলেও শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের প্রচার শুরু হয়ে গেছে | আর এর মধ্যে শুক্রবার রিষড়ায় বিজেপির এক জনসভায় যোগ দিয়ে শাসক দলকে নানা বিষয়ে কটাক্ষ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং |