সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল আসানসোলে | রক্তাক্ত অবস্থায় স্ত্রীর দেহ উদ্ধার, স্বামীকে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেল পুলিশ |এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার ধেনুয়া গ্রামে | স্থানীয় সূত্রে জানা গেছে, হিরাপুর থানার ধেনুয়া গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি অনিল বাউরি ও স্ত্রী সুন্দরা বাউরির রক্তাক্ত দেহ সকালে বাড়ির মধ্যে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা |
সাথে সাথে খবর দেওয়া হয় হিরাপুর থানার পুলিশকে| হিরাপুর থানার পুলিশ এসে দুজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠালে সেখানে সুন্দরা বাউরিকে মৃত বলে ঘোষণা করে পুলিশ | অনিল বাউরির চিকিৎসা চলছে হাসপাতালে | কিভাবে এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে হিরাপুর থানার পুলিশ | তাঁদের মধ্যে কোনও বিষয় নিয়ে কোনও বিবাদ ছিল কিনা, কোনও মানসিক অশান্তি চলছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ | ঘটনার তদন্তে নেমে পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ |