দেবরীনা মণ্ডল সাহা :- চন্ডিপুরে বুথ পরিদর্শনে গিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনতে হল চন্ডিপুরের তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকে | বৃহস্পতিবার সকালে চণ্ডীপুরের মহম্মদপুর ১ নম্বর ব্লকের ঘটনা |অভিযোগ, বৃহস্পতিবার সকালে তৃণমূল প্রার্থী সোহম সেখানকার বুথে গিয়েছিলেন | বুথ কেন্দ্রের কাছাকাছি যেতেই একদল তাঁর পিছনে জয় শ্রীরাম স্লোগান তোলে | এমনকী তাঁর গাড়ির সামনেও জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ | সোহম গাড়ি থেকে নেমে কথা বলেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে | সোহমের অভিযোগ, কেন জয় শ্রীরাম স্লোগান দিয়ে পরিস্থিতি জটিল করা হচ্ছে | সোহম অভিযোগ তোলেন, তাঁর এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বুথে| পরে কেন্দ্রীয় বাহিনীর এক কর্তা বুথকেন্দ্র পরিদর্শনে এসে সোহমের সঙ্গে কথা বলেন |
এজেন্টের নিরাপত্তার আশ্বাস দেন তিনি | অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরেরই ১৩১ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ উঠল | তৃণমূলে দেওয়া সব ভোট পড়ছে বিজেপিতে, এমনই গুরুতর অভিযোগ তুললেন ভোটদাতারা | তা নিয়ে চন্ডীপুরের ১৩১ নং বুথে বেশ খানিকটা সময় ভোট বন্ধও থাকে | এদিকে চন্ডীপুরে ১০৯, ১১০, ৯৬, ১৪ (বি), ১৫৩ (সি), ২৩২এ(ডি), ২৩১(বি), ২৩২(ডি), ২৩৩(এ), ৬৯(এ), ১৯৫(এ) বুথে ইভিএম খারাপ থাকার খবর এসেছে | বেলা ১০ টা পর্যন্ত এই সব বুথে ভোটগ্রহণ শুরু করা যায়নি বলে অভিযোগ |