পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :-ডেবরায় দুই প্রাক্তন আইপিএসের লড়াই | বৃহস্পতিবার ডেবরায় বিক্ষোভের মুখে পড়লেন ভারতী ঘোষ|তিনি বহিরাগতদের নিয়ে বুথে যাচ্ছেন, এই অভিযোগ তুলে ভারতীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী ও সমর্থকেরা | পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে |
আটক করা হয় বিজেপির মণ্ডল সভাপতিকে | পরে অবশ্য পাল্টা বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা | বিজেপির মণ্ডল সভাপতিকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশের যে গাড়ি, সেটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা | পথ অবরোধ করেন। বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের মণ্ডল সভাপতিকে ফাঁসানো হয়েছে|| মিথ্যা অভিযোগ করে পুলিশকে প্রভাবিত করেছে তৃণমূল | দ্বিতীয় দফায় নন্দীগ্রামের পাশাপাশি বাংলার নজর পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্রের দিকে | এই কেন্দ্রে দুই প্রাক্তন আইপিএস অফিসার প্রতিদ্বন্দ্বিতা করছেন | বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তৃণমূলের টিকিটে লড়াই করছেন হুমায়ুন কবীর |