নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :-রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের দিনই পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত রোড-শো বাতিল করতে হল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল কে | এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে | আর তাই রোড-শো না করে জলপাইগুড়ির বিজেপি প্রার্থীকে নিয়ে প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী,যা নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিল বিজেপি | জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টায় জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া এলাকা থেকে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহর সমর্থনে রোড-শো করার কথা ছিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের | এমনকি নির্দিষ্ট সময়ে হাজিরও হন মন্ত্রী | কিন্তু এরপর পুলিশ জানায় ওই সময় তৃণমূলের প্রচার কর্মসূচি রয়েছে,তাই এখন রোড-শো করা যাবে না | এর পর পুলিশের বাধা পেয়ে অবশেষে নির্দিষ্ট কর্মসূচি বাতিল করে দিতে হয় বিজেপিকে | বেশ কিছিুক্ষণ অপেক্ষা করে এর পর কেন্দ্রীয় মন্ত্রী চলে যান বিজেপির জেলা কার্যালয়ে | এমনকি সেখানে সাংবাদিক সম্মেলন করে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি | বাংলায় একটি নির্দিষ্ট দলের হয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে পুলিশ বলেও অভিযোগ করেন তিনি| সাংবাদিক সম্মেলন শেষ করে প্রার্থীকে নিয়ে পায়ে হেঁটে রাস্তায় প্রচারে বেরিয়ে পড়েন প্রহ্লাদ সিং | জেলা বিজেপি কার্যালয় থেকে জলপাইগুড়ি দিনবাজার এলাকার পিসি শর্মা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার হেঁটে প্রচার সারেন তিনি|