Breaking News

প্রথম দু’দফাতেই স্পষ্ট বাংলায় দু’শোর বেশি আসন পাবে বিজেপি, জয়নগরের সভায় দাবি প্রধানমন্ত্রীর

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থেকে মমতাকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিনই রাজ্যে এসে মোদি দাবি করলেন, ‘আমি বাংলায় আসল পরিবর্তন দেখতে পাচ্ছি | যেদিকেই তাকাচ্ছি, চারদিকে খালি বিজেপিই দেখতে পাচ্ছি | বিজেপির ঝড় চলছে বাংলার পূণ্যভূমিতে |’ এদিন তিনি আরও বলেন,’বাংলায় প্রথম দফায় ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে | অতীত রেকর্ড ভেঙে ভোট দিয়ে মানুষ বিজেপিকে সমর্থন জানিয়েছে | দ্বিতীয় দফাতেও জোরকদমে চলছে ভোটগ্রহণ | আর তাতেই স্পষ্ট, এবার দু’শোর বেশি আসন জিতে বাংলায় আসছে ভারতীয় জনতা পার্টি |’ জয়নগরের জনসভায় দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | এদিন ভাষণের মাঝে বারবার বাংলা বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে|| বলেন, ‘দ্বিতীয় দফায় প্রচুর মানুষ ভোট দিচ্ছেন | চার দিকে বিজেপি-র ঢেউ | তাই বলে দিচ্ছি, বাংলায় আর রক্তের খেলা চলবে না | অত্যাচারের খেলা চলবে না, ভ্রষ্টাচারের খেলা চলবে না|’ বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট চলে রাজ্যের চার জেলার ৩০টি আসনে | যার মধ্যে হেভিওয়েট নন্দীগ্রাম | সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে নন্দীগ্রামের পরিস্থিতি | মমতার নিজের ভোটের দিনই তাঁর আসন নির্বাচন নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মোদি | রীতিমতো কটাক্ষের সুরে মোদি বলেন, ‘দিদি ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম চলে গিয়েছেন| নন্দীগ্রামে গিয়ে মনে হল ভুল করে ফেলেছেন | এখনও পর্যন্ত ভোটদানের গতিপ্রকৃতিতে স্পষ্ট, বাংলার হয়ে কাজ করে দিচ্ছে নন্দীগ্রাম |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *