Breaking News

মানুষ বিজেপির সঙ্গেই আছে, হাওড়ার সাঁকরাইলে বিজেপি প্রার্থী প্রভাকর পন্ডিতের হয়ে প্রচারে বললেন মহাগুরু মিঠুন চক্রবর্তী

প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- রাজ্যে দ্বিতীয় দফায় ভোটের দিনই হাওড়ার সাঁকরাইলে বিজেপি প্রার্থী প্রভাকর পন্ডিতের হয়ে প্রচারে র‌্যালিতে দেখা গেল বিজেপি নেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী | ভোট প্রচারে এবার কোমর বেঁধে নামলেন মহাগুরু | এদিন হেলিপ্যাডে ১১টা নাগাদ নামেন মিঠুন চক্রবর্তী | এরপর গাড়িতে প্রচার মাঠে যান |

সেখান থেকে প্রভাকরের সাথে গাড়িতে প্রচারে বেরোন মিঠুন | মহাগুরুকে দেখবার জন্যে রাস্তার দুধারে মানুষের জনসমাগম ছিল চোখে পড়ার মত | এমনকি গাড়ি থেকে হাত দেখাতে থাকেন মিঠুন চক্রবর্তী |

শুধু তাই নয় মিঠুনের ডিস্কো ডান্সার গান ও চলে এই র‌্যালিতে | মানুষ বিজেপির সঙ্গে আছে বলেই এদিন র‌্যালি থেকে বললেন মহাগুরু |প্রসঙ্গত,সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রিয়া পাল এবং এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী সমীর মালিক | তার আগে মহাগুরুর বিজেপি প্রার্থীর হয়ে প্রচার আলাদা মাত্রাই যোগ করল বলে মত রাজনৈতিক মহলের | প্রসঙ্গত, এই সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে ভোট হবে চতুর্থ দফায় ১০ ই এপ্রিল|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *