বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- ভোটের আবহে দক্ষিণ ২৪ পরগণার ফের ভাঙরে উদ্ধার বোমা | সব মিলিয়ে ৪১টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ বলে সূত্রের খবর | গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি চালানো হয় | বোমাগুলি কীভাবে সেখানে এল, খতিয়ে দেখা হচ্ছে | পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ভাঙড়ে বোমা মজুতের খবর পাওয়া যাচ্ছিল | সেই সূত্র ধরেই শুক্রবার সকালে পদ্মপুকুরের মাঠে অভিযান চালিয়ে মাঠের মাঝখান থেকে ৪১ টি তাজা বোমা উদ্ধার করা হয় | যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি | প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই বোমা মজুতের সঙ্গে কোনও বড় নাশকতার ছক থাকতে পারে |থাকতে পারে রাজনৈতিক ষড়যন্ত্র | এই ঘটনার জেরে রাজনীতির পারদ চড়েছে ভাঙড়ে | আইএসএফ কর্মীদের দাবি, সন্ত্রাস ছড়াতে তৃণমূল কর্মী সমর্থকরা ওই বোমা মজুত করেছে | অন্যদিকে, আইএসএফের এই মন্তব্যকে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস | স্থানীয় তৃণমূল নেতা বাহারুল ইসলামের অভিযোগ,ভোটের আগে অশান্তি পাকাতে এই কাজ করেছে আইএসএফ | প্রসঙ্গত, আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভাঙরে নির্বাচন | তার আগে ফের বোমা উদ্ধারের ঘটনায় এলাকাবাসীদের মনে আতঙ্ক ছড়িয়েছে |