বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পারগণা :- রাজনৈতিক উত্তাপ রাজ্যের সর্বত্র |প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়লেন ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দীপক হালদার | হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে | এই ঘটনার পর আহত বিজেপি প্রার্থীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে | যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে | জানা গেছে,শুক্রবার সকালে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী দীপক হালদার | বিজেপির অভিযোগ, হরিদেবপুরের কাছে আসতেই লাঠিসোটা, আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি প্রার্থীর উপর হামলা চালানো হয় | বিজেপি প্রার্থী তো আহত হনই, সেইসঙ্গে দলের বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ | দীপক হালদারকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় |
হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুকে চোট রয়েছে বলে জানা গেছে | এই ঘটনার প্রতিবাদে ডায়মন্ড হারবার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা | বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখা হয় | ঘটনাস্থলে এসে পৌঁছোয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী | পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর চেষ্টায় বেশ কিছুক্ষণ পর বিক্ষোভ উঠে যায়| প্রসঙ্গত,কয়েক মাস আগেই দীপক হালদার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন | বিজেপির কর্মীদের দাবি, তৃণমূলই এই ধরনের ঘটনা ঘটিয়েছে | তবে যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার | তাঁর পালটা দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও হাত নেই | বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ধরনের ঘটনা ঘটছে |ঘটনার তদন্তে নেমেছে পুলিশ|