দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সাতসকালে এসএসকেএমে চলল গুলি | সার্ভিস রিভলভারের গুলিতে রক্তাক্ত এসআই| রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে | হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং যাওয়ার পথে উডবার্নের পিছনে একটি নতুন ভবন হচ্ছে | শনিবার সকালে সেখানেই ঘটনাটি ঘটেছে |ঘটনাস্থলে লালবাজারের বিশেষ টিম | হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে এসএসকেএমে ডিউটি ছিল এসসিও-এর এক সাব ইন্সপেক্টরের | জানা গিয়েছে এলকেরায়চৌধুরী নামে ওই ব্যক্তি এদিন সকালে হাসপাতালে পৌঁছে ট্রমা কেয়ার সেন্টারের সামনে গাড়ি রেখে ভিতরে যান | তাঁর সঙ্গে সার্ভিস রিভলবার ছিল | এরপরই আচমকা বন্দুকের গুলির শব্দ শোনা যায় |
হাসপাতালে কর্তব্যরত অন্যরা গুলির শব্দ শুনে সেখানে ছুটে গিয়ে দেখেন, ওই পুলিশ অফিসার রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন | সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করিয়ে শুরু হয় চিকিৎসা |সিকিউরিটি কন্ট্রোলের ওই সাব ইন্সপেক্টর আত্মহত্যার চেষ্টা করছিলেন নাকি সার্ভিস রিভলবার থেকে আচমকাই গুলি বেরিয়ে বিপত্তি ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে | পুলিশ সূত্রে খবর পারিবারিক কিছু সমস্যা চলছিল তার| ঘটনার তদন্ত শুরু হয়েছে | হাসপাতাল চত্বরের সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ | সাতসকালে হাসপাতাল চত্বরে গুলির শব্দে তীব্র আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে |