নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :- করোনা আক্রান্ত তপনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্পনা কিস্কু | সপ্তম দফায় ২৬ এপ্রিল তপনে ভোট | তার আগেই করোনা আক্রান্ত প্রার্থী নিজেই | দলের তরফে জানানো হয়েছে, প্রার্থীকে নিয়ে এখন আর কোনও প্রচার কর্মসূচি পালন করা হবে না | শনিবারই সাংবাদিক বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার প্রার্থী কল্পনা কিস্কুর করোনা ধরা পড়ে | ওই প্রার্থীর সংস্পর্শে আসা অনান্য নেতা-কর্মীদেরও নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হবে| রাজ্য তৃণমূল নেত্রী তথা প্রাক্তন জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, ”গত রাতে তপন বিধানসভার প্রার্থী কল্পনা কিস্কুর করোনা পজিটিভ ধরা পরেছে | সঙ্গে সঙ্গেই তিনি হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন | আমরা চাই না এই সংক্রমণ ছড়িয়ে পড়ুক | চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে | সাতদিন পর ফের একবার করোনা টেষ্ট করা হবে কল্পনার | সেসময় রিপোর্ট নেগেটিভ এলে তবেই প্রার্থী পুনরায় প্রচারে নামবেন |”তিনি আরও বলেন,প্রচারে এখন অন্য পদ্ধতি অবলম্বন করা হবে |প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভাটি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত | এই আসনে তৃণমূলের প্রার্থী কল্পনা কিস্কু দলের এসসি-এসটি সেলের রাজ্য নেত্রী তথা বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি | প্রসঙ্গত, এলাকায় এখন জোরকদমে প্রচারে ব্যস্ত সব দল| তারমধ্যেই প্রার্থী নিজেই করোনা আক্রান্ত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে চিন্তার ভাঁজ শাসকদলের কপালে |