দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসল তপসিয়ার হাওয়াই জুতো কারখানার আগুন | শনিবার ভোর রাতে ২১ নম্বর তপসিয়া রোডে জুতোর কারখানায় আগুন লাগে | শনিবার ভোর ৪.১৫ নাগাদ হঠাৎই আগুন লেগে যায় তপসিয়া রোডের ওই কারখানায় | মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন | গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায় | একে একে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন| আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকলকর্মীরা | দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে | ঘিঞ্জি এলাকায় হুড়োহুড়ি পড়ে যায় | ঘর ছে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা |
ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে এসে গিয়েছে দমকল|স্থানীয়দের সঙ্গে নিয়েই চলে আগুন নেভানোর কাজ। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় কারখানার একাংশ| কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা | এরই মধ্যে আগুন লেগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কারখানার পাঁচিলের একাংশ | কারখানার ভিতরে আটকে ছিলেন নিরাপত্তারক্ষী। দমকলকর্মীদের সাহায্য নিয়ে স্থানীয়রাই কারখানার ছাদের একাংশ ভেঙে উদ্ধার করেন ওই ব্যক্তিকে | তবে আগুন নিভলেও দীর্ঘক্ষণ চলে কুলিং ডাউন প্রক্রিয়া | প্রাথমিক তদন্তে দমকলের অনুমান রবার কাটিং-এর পুরনো মেশিনে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছিল|অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে|