Breaking News

তৃণমূলের ফ্লেক্স ছেঁড়াকে ঘিরে উত্তেজনা মালবাজারে, অভিযোগের তীর বিজেপির দিকে, অভিযোগ অস্বীকার বিজেপির, মাল থানায় অভিযোগ দায়ের

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- এখনও ছয় দফায় নির্বাচন বাকি পশ্চিমবঙ্গে | তার মধ্যে রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত বাংলা | জলপাইগুড়ির মালবাজারে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের পোস্টার ছেঁড়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর| অভিযোগের তীর বিজেপির দিকে | যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, এ কাজ তাঁদের দলের কেউ করেননি |
জানা গেছে, মালবাজারের ১৩ নম্বর ওয়ার্ডে পশু হাসপাতালের সামনে একটি বিরাট ফ্লেক্স ছিল | গতকাল রাতে বিজেপির কর্মী-সমর্থকরা সেটি ছিঁড়ে দিয়েছেন বলে অভিযোগ | এ বিষয়ে তৃণমূল নেতা কৌশিক দাস এবং মাল টাউন কমিটির সম্পাদক অমিত দে বলেন, আগামী নির্বাচনে বিজেপি পরাজয় নিশ্চিত জেনে অশান্তি করতে তৎপর হয়ে উঠেছে | তাঁরা আরও বলেন, আমরা দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বিজেপির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মাল থানায় অভিযোগও দায়ের করেছি |এমনকি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে | এই বিষয়ে বিজেপির মালবাজারের পার্থী মহেশ বাগে বলেন, এটা বিজেপির সংস্কৃতি নয়| নির্বাচনে নিশ্চিত হার হবে, এটা বুঝতে পেরে ওরা নিজেরাই ফ্লেক্স ছিঁড়ে ঝগড়া লাগানোর তাল করেছে | ঘটনার তদন্তে নেমেছে মাল থানার পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *