Breaking News

তৃণমূল টিকিট দেয়নি তাই নির্দল হয়েই নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নলহাটির বিদায়ী বিধায়ক মইনুদ্দিন শামস-এর, শনিবার জমা দিলেন মনোনয়নপত্র

সুবীর কর, বীরভূম :- বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেনি, তাতে কি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন বীরভূমের নলহাটির বিদায়ী বিধায়ক মইনুদ্দিন শামস | এমনকি শনিবার বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের দফতরে অনুগামীদের সঙ্গে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি | বাম জমানার মন্ত্রী তথা প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা কলিমুদ্দিন শামসের ছেলে মইনুদ্দিন শামস | নলহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন | কিন্তু এবার তাঁকে আর টিকিট দেয়নি দল তৃণমূল কংগ্রেস | তাঁর পরিবর্তে নলহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজেন্দ্রপ্রসাদ সিংহকে | এরপরই দলের বিরুদ্ধে সুর চড়ান মইনুদ্দিন শামস | দল ছেড়ে নির্দলে দাঁড়াবেন বলে হুঁশিয়ারিও দেন | সেই মত নলহাটি বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নেন তিনি| সেই সিদ্ধান্ত মোতাবেক শনিবার বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্রও জমা দেন মইনুদ্দিন শামস |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *