বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- আগামী লোকসভা নির্বাচনে বারাণসী থেকে দাঁড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়,সম্প্রতি তেমনই ইঙ্গিত দিয়েছে তৃণমূল কংগ্রেস | এই সম্ভাবনা নিয়ে শনিবার সোনারপুরের সভা থেকে তৃণমূল সুপ্রিমোকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, “নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন জানেন | তাই রাজ্যে অন্য আসনে দাঁড়াবেন ভাবছিলেন | কিন্তু দলেরই কিছু মানুষ ওঁনাকে বুঝিয়েছেন, দু’টি আসন থেকে উনি হেরে গেলে তো দলটাই থাকবে না |” এর পর বারাণসী থেকে মমতার প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে কটাক্ষ করে মোদি বললেন,“দিদি বলছেন, বারাণসী থেকে লড়বেন | এটা থেকে দুটি বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে | এক, উনি বাংলায় বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন। আর তাই উনি নির্বাচনে লড়াই করার জন্য বাংলার বাইরে খুঁজছেন | বিধানসভা নির্বাচনে হারের পর লোকসভা ভোটে চেষ্টা করে দেখতে পারেন |” এদিন মোদি আরও বলেন, “আমরা হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত যে জলপথ করে দিয়েছি | সেটা দেখেই হয়তো ওঁনার বারাণসী যেতে ইচ্ছে করেছে |” এদিন মোদি সোনারপুরের সভায় আরও বলেন, ‘দিদি বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, স্পষ্ট টাকা মার কোম্পানিকে নবান্ন ছেড়ে যেতে হবে| এখানে সব ক্ষেত্রেই তোলবাজদের নজর, মুদ্রা যোজনায় মহিলাদের ব্যবসার জন্য লোন পান, কিন্তু বাংলায় তেমন কাজ হচ্ছে না, ডবল ইঞ্জিন সরকার সেই পরিস্থিতি বদলাবে | কাটমানি, দুর্নীতি রোখার মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্র | ইস্ট-ওয়েস্ট মেট্রো, কলকাতা-শিলিগুড়ি হাইওয়ে প্রকল্পের মাধ্যমে মানুষের সুবিধা হবে, ২ মে ডবল ইঞ্জিন সরকার গড়ার পর এই কাজ আরও দ্রুতগতিতে হবে |’এদিন মোদি আরও বলেন,’বাংলায় আইনের শাসন চালু হওয়া অত্যন্ত জরুরি, ভয়মুক্ত বাংলার জন্য পদ্মফুল |’