সুবীর কর, বীরভূম :- বীরভূমে ভোটের আগে ফের উত্তপ্ত নানুর | বীরভূমের নানুরে এবার বিজেপি কর্মীরা বৈঠক করার সময় তাঁদের উপর বোমা-বন্দুক নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে| এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় | ইতিমধ্যেই হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ | জানা গেছে,শনিবার রাতে বীরভূমের নানুরের গোপডিহি গ্রামে উত্তেজনা ছড়ায় | বিজেপির বক্তব্য, বিজেপি প্রার্থীর প্রচারের আগে দলীয় কর্মীরা এলাকায় মিটিং করছিল | মিটিং থেকে ফেরার পথেই বিজেপি কর্মীদের ওপর হাম লা হয় বলে অভিযোগ | তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ|
এমনকি বন্দুকের বাঁট দিয়েও মারা হয় বলেও অভিযোগ | বোমা, গুলি নিয়ে হামলা চালায় প্রায় ২৫ থেকে ৩০ জন দুষ্কৃতী বলে অভিযোগ | তৃণমূলের পাল্টা অভিযোগ, রাতে প্রচার চলাকালীন তাদের কর্মীদের উপর বোমা নিয়ে হামলা চালায় বিজেপি | রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নানুর থানার পুলিশ | ঘটনার পর থেকে থমথমে এলাকা | হামলার ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে আটক করা হয়েছে | এদিন সকালেও গ্রামের পরিস্থিতি থমথমে | চলছে পুলিশের টহল | রবিবার সকালেও গ্রামের রাস্তায় বোমার দাগ স্পষ্ট | উদ্ধার হয়েছে বোমার সুতলি |