বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- উত্তপ্ত ক্যানিং | কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও তৃণমূল কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধে উত্তপ্ত পূর্ব ক্যানিং-এর জীবনতলা বাজার এলাকা | শনিবার রাতে ওই এলাকায় তৃণমূলের একটি নির্বাচনী সভা ছিল | তার জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয় | তখন রিস্থিতি সামাল দিতে এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা | সেই সময় উপস্থিত জনতার কথা কাটাকাটি হয় | পরে সেই অশান্তিকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায় | জানা গেছে,শনিবার রাতে ওই এলাকায় তৃণমূলের একটি নির্বাচনী সভা ছিল | সেইসময় এলাকার ভিড় নিয়ন্ত্রণ করতে এলে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কথা কাটাকাটি হয় | অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ব্যাপক লাঠিচার্জ করেন জওয়ানরা | এরপরই এলাকার সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়ে | এমনকি জনতাও কেন্দ্রীয় জওয়ানদের লক্ষ্য করে পাল্টা ইঁট ছোঁড়ে | ইঁটের ঘায়ে জখম হন কেন্দ্রীয় বাহিনীর ৫-৬ জওয়ান বলেও জানা গেছে| লাঠির ঘায়ে জখম হন কয়েক জন তৃণমূল কর্মী-সমর্থক বলেও অভিযোগ | পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি এসডিপিও-র নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে | এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে তৃণমূল প্রার্থীর নেতৃ্ত্বে মিছিল করেন দলীয় কর্মী-সমর্থকরা | তৃণমূলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকায় ভীতির পরিবেশ তৈরি করতে লাঠিচার্জ করছে কেন্দ্রীয় জওয়ানরা | যদিও পুলিশের দাবি, উপস্থিত জনতা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে ইঁট ছোঁড়ে | সবমিলিয়ে তৃতীয় দফা নির্বাচনের আগে উত্তপ্ত পূর্ব ক্যানিং এলাকা | এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ |