নিজস্ব সংবাদদাতা, বর্ধমান :- সবে ২ দফায় নির্বাচন হয়েছে রাজ্যে | এখনও বাকি আরও ৬ দফায় নির্বাচন | তারই মধ্যে রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি | পূর্ব বর্ধমানের কালনা বিধানসভার বিজেপি প্রার্থীর প্রচারে তৃণমূলের হামলার অভিযোগ বিজেপির | অভিযোগ অস্বীকার শাসক দলের | ঘটনাস্থলে যায় কালনা থানার পুলিশ | জানা গেছে, আজ সকালে কালনার ওমরপুর গ্রামে প্রচারে বেরিয়েছিলেন কালনা বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু | তাঁদের অভিযোগ, প্রথমে বিশ্বজিৎকে ঘিরে বিক্ষোভ দেখান কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক | শুধু তাই নয়,বিজেপি প্রার্থীর প্রচারে হামলা চালায় কয়েকজন তৃণমূলকর্মী বলেও অভিযোগ| ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কালনার ওমরপুর গ্রামে | ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ | অবশেষে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার এগিয়ে যান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুন্ডু | তৃণমূল হামলা করেছে এই অভিযোগ নির্বাচন কমিশনকে লিখিত আকারে অভিযোগও জানাবেন বলেও দাবি করেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুন্ডু |এই ঘটনা মানতে অস্বীকার করে স্থানীয় তৃণমূল কংগ্রেস | কালনা তৃণমূল ব্লক সভাপতি প্রণব রায় জানিয়েছেন, এর সঙ্গে তৃণমূল কোনও ভাবে যুক্ত নয় | ঘটনার পরে কালনায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা | ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ |