দেবরীনা মণ্ডল সাহা :- রবিবার বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকারের প্রচারে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে | এমনকি তৃণমূলের বিরুদ্ধে ভোটের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করলেন অভিনেত্রী | এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরপুকুর থানা এলাকা | দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা| ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় মামলা দায়ের করেছেন পায়েল | এদিকে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি কর্মীরা আক্রমণ করেছেন তৃণমূলের এক মহিলা কর্মীর উপর| বেহালা পূর্বে মুখোমুখি লড়াইয়ে রত্না চট্টোপাধ্যায় ও অভিনেত্রী পায়েল সরকার | রবিবার সকালে ১৪৪ নম্বরে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী পায়েল সরকার | তাঁর অভিযোগ, প্রচার চলাকালীন তৃণমূলের তরফে হামলা চালানো হয় বিজেপি কর্মীদের উপর | ব্যাপক মারধর করা হয় ১৫ থেকে ২০ জন কর্মীকে বলে অভিযোগ| এরপর আক্রান্তদের নিয়ে ঠাকুরপুকুর থানায় যান পায়েল |
অভিযোগ দায়ের করা হয় | থানার সামনে জড়ো হয়ে যান তৃণমূল কর্মীরাও | অন্যদিকে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাঁদের দলের এক মহিলা কর্মীকে মারধর করা হয়েছে | তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে | থানার সামনে থেকে রত্না বলেন, “একমাস ধরে প্রচার চলছে | কোনওদিন কিছু হয়নি | আর ক’দিন পর ভোট বলে উত্তেজনা ছড়ানো হচ্ছে|” অভিযোগ পালটা অভিযোগে সরগরম বেহালা |