প্রসেনজিৎ ধর, হুগলি :- ভোট আবহে উত্তপ্ত হুগলির কোন্নগর | শনিবার রাতে, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে রক্তাক্ত হয়ে উঠল কোন্নগরের বাটা এলাকা | এই ঘটনায় আহত বেশ কয়েকজন| বিজেপি-তৃণমূল সংঘর্ষে আটক ৫ জন | জানা গেছে,শনিবার, রাতে আচমকা ছিঁড়ে ফেলা হয় তৃণমূলের দলীয় পতাকা | খবর পেয়েই এলাকায় ছুটে আসেন তৃণমূল কর্মীরা | যারা পতাকা ছিঁড়ছিল তাদের সঙ্গে বচসায় জড়িয়ে যান তৃণমূল কর্মীরা বলে অভিযোগ | বিজেপি কর্মীরাই পতাকা ছিঁড়েছে বলে অভিযোগ তৃণমূলের | অন্যদিকে, বিজেপির পাল্টা অভিযোগ নির্বাচনী প্রচারের জন্য দলীয় পতাকা লাগাতে আসেন তাঁদের কর্মীরা| সেই সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ |
এমনকি তাঁদের কর্মীদের রাস্তায় ফেলে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ | বিজেপির দাবি, এই ঘটনায় আহত হন চার বিজেপি কর্মী | চারজনকেই উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে | বিজেপির অভিযোগ, উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের শাগরেদরাই এই কাজ করেছে | যদিও মারধরের কথা অস্বীকার করেছে শাসক শিবির| স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মারধরের সংস্কৃতি তৃণমূলের নেই | তৃণমূল কংগ্রেস একটি সুসংবদ্ধ দল। মারধরের সংস্কৃতি বিজেপির| পুলিশ সূত্রে খবর, কোন্নগরের এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে | তাদের চলছে জিজ্ঞাসাবাদও | গোটা ঘটনার তদন্তে নেমেছে কোন্নগর থানার পুলিশ|