বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- ভোট বাংলায় রাজনৈতিক উত্তাপ | তৃতীয় দফার নির্বাচন হতে বাকি দু’দিন| মঙ্গলবার তৃতীয় দফায় নির্বাচন তার আগে রবিবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কুলপির হেলেগাছি এলাকা |তৃণমূল-আইএসএফ কর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে | ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা | জানা গেছে,আজ ভোটপ্রচারের শেষদিন রবিবার দুপুরে কুলপি বিধানসভা কেন্দ্রের হেলেগাছিতে আইএসএফের একটি মিছিল ঘিরেই অশান্তির সূত্রপাত| বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল ও আইএসএফের কর্মীরা বলে অভিযোগ | এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ন দুই দলের কর্মীরা| উত্তপ্ত হয়ে ওঠে হেলেগাছি এলাকা| কুলপি কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী সিরাজ গাজির অভিযোগ, প্রচারের শেষ লগ্নে তাঁদের মিছিলের ওপর বোমা, লাঠি ও লোহার রড নিয়ে পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে তৃণমূল | এই হামলায় তাঁদের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি তাঁর | তাঁদের কুলপি ও ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর | এমনকি তৃণমূলের বিরুদ্ধে তাঁদের কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে বহুক্ষণ টায়ার জ্বালিয়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন আইএসএফ কর্মীরা | এদিকে কুলপি ব্লকের তৃণমূল ছাত্রপরিষদ সভাপতি আলি আকবর সাঁফুই জানান, তৃণমূল কংগ্রেস এই ঘটনায় কোনওভাবেই জড়িত নয় | তাঁর কথায়, “গ্রামের মহিলারা কল থেকে জল নিয়ে ফিরছিলেন | সেই সময় আইএসএফের মিছিল থেকে মহিলাদের উদ্দেশে কটূক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় | মহিলারাই তার প্রতিবাদ করেন | তখন মিছিল থেকে বেরিয়ে কয়েকজন যুবক গ্রামে ঢুকে গ্রামবাসীদের মারধর করে|” তখনই গ্রামবাসীরা দল বেঁধে ওই আইএসএফ কর্মীদের তাড়া করে বলে দাবি তৃণমূলের ওই ছাত্রনেতার | যদিও তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে পালটা দাবি আইএসএফের | দু’পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগে নাজেহাল পুলিশ | এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী | ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও | সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ |