নিজস্ব সংবাদদাতা :- নির্বাচনের আবহে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের বিরুদ্ধে | বসিরহাটের হাসনাবাদ থানার তালপুকুর এলাকার জানমাহমুদপুর গ্রামের ঘটনা | জানা গেছে,রবিবার রাতে নির্বাচন সংক্রান্ত দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মী আবু কালাম মণ্ডল | বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী তারক ঘোষের হয়ে দলীয় কাজ করে ফিরছিলেন তিনি | অভিযোগ, ফেরার পথে আইএসএফ কর্মীরা তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ | রবিবার গভীর রাতে বাড়ি ফেরার সময় আবু কালাম মন্ডলকে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ | এমনকি আবু কালামের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ | যদিও আইএসএফের পক্ষ থেকে পুরো বিষয়টা অস্বীকার করা হয়েছে| আইএসএফ নেতৃত্বের বক্তব্য, এটা কোনও অরাজনৈতিক কারণে হতে পারে | এর সঙ্গে তাদের কোনও যোগ নেই |