নিজস্ব সংবাদদাতা, বর্ধমান :- আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব বর্ধমানের গলসি ১ ব্লকের আটপাড়া গ্রাম | রবিবার রাতে এই ঘটনায় বিস্ফোরণের তীব্রতায় গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে ওঠেন| খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গলসি থানার পুলিশ | গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক শেখ ফটিককে | তবে হতাহতের খবর নেই | প্রাথমিক অনুমান, বাড়িতে মজুত রাখা বোমা ফেটেই বিপত্তি ঘটেছে | গ্রামবাসীদের দাবি,রবিবার রাত ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে | আটপাড়া গ্রামের বাসিন্দা শেখ ফটিকের বাড়ির উঠানের কাছে বিস্ফোরণটি ঘটে |
তাঁদের অনুমান, পুরনো বোমা উনুনের পাশে রেখে সেঁকতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে গ্রামের সর্বত্র | কাছাকাছি বেশ কয়েকটি বাড়িও কেঁপে উঠে | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ| আটপাড়া গ্রামে অবশ্য এ ধরনের ঘটনা নতুন নয়| এর আগেও এই গ্রামে গত বছর সেপ্টেম্বর মাসে এক শিশু শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল | বিস্ফোরণের তীব্রতায় শৌচালয়ের দেওয়াল ও টিনের চালা ভেঙে কার্যত ঘরটি ধূলিসাৎ হয়ে গিয়ে ছিল | সেবারও মজুত বোমা ফেটেই দুর্ঘটনা ঘটেছিল বলে দাবি পুলিশের ঘটনার তদন্ত করছে সিআইডি | তবে এখনও সেই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি | তবে ভোটের সময় এই ঘটনা বাড়তি আতঙ্কও ছড়িয়েছে এলাকায় | আটপাড়া এলাকাটি গলসি বিধানসভার মধ্যে | ২২ এপ্রিল এখানে ভোটগ্রহণ |