নিজস্ব প্রতিনিধি:- ভোটের সুর বাজতেই জেগে উঠেছে গেরুয়া শিবির। একের পর এক মিছিল এবং নতুন স্ট্র্যাটেজির মাধ্যমে তাঁরা প্রতিবার বুঝিয়ে দিয়েছে তাঁদের সাথে সমঝোতা করা চাট্টেখানি কথা নয়। নিজেদের কাজে শান দিতে এবার আরও এক মোক্ষম চাল দিল বিজেপি। এবার ভোট পরিচালনার হাই পাওয়ার কমিটিতে শুভেন্দু অধিকারীকে আনল গেরুয়া শিবির। এই কমিটিতে আগে ছিলেন দিলীপ ঘোষ, শিবপ্রকাশ, মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গী কিন্তু নতুন গুটি সাজাতে এবার এই কমিটিতে এসে পড়লেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী।
গতকাল, শুক্রবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে এই দিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। দুই দলের মধ্যে প্রস্তুতি প্রতিদিনই একধাপ করে নতুন দিকে এগোচ্ছে। একদিকে ভেঙে যাওয়া দল অন্যদিকে কঠোর বিরোধী পক্ষ, তারমাঝেই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রবল লড়াইয়ে নিজেকে একধাপ এগিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূলও। তবে বিজেপির মতে শুভেন্দুর ওপর দলের সেই ভরসা আছে। যদিও বিজেপির এই নয়া চাল যথেষ্ট উত্তেজনা বাড়িয়েছে। এবার দেখার আসল দিনে কে কাকে মাত দেয়!