প্রসেনজিৎ ধর:- গত সপ্তাহের একটি কথাই এখল কাল হয়ে দাঁড়িয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের? আর এদিন তারই খেসারত দিতে হল এই বর্ষীয়ান নেতাকে?আজ শেওড়াফুলিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কালো পতাকা দেখিয়েছে গেরুয়া শিবির। এমনকি উত্তরপাড়ায় কল্যাণের ফ্লেক্সে কালিও লাগানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত এক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ।যদিও কালি লাগানোর বিষয়টি সাফ উড়িয়ে দিয়েছে বিজেপি। তারা জানিয়েছে এই ঘটনায় বারবার প্রতিবাদ জানানো হয়েছে ঠিকই কিন্তু কালি লাগানো হয়নি। প্রসঙ্গত, গত সপ্তাহেই ব্যারাকপুরের সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “সীতাকে নিয়ে একটা জোক বলব, সীতা রামকে বলেন ভাগ্যিস রাবণ অপহরণ করেছিল, হনুমানের দল অপরহণ করলে আমার হাথরসের মেয়ের মতো অবস্থা হত।”

অন্যদিকে এই ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “যারা কালো পতাকা দেখিয়েছিল তাদের অনেকেই মাতাল, এটাই বিজেপির সংস্কৃতি, কালি মাখানোর রাজনীতি করি না, আমরা যদি মনে করি তাহলে কর্মীরা এসব করতে পারে কিন্তু আমরা এসব বিশ্বাস করি না।” এমনকি এই মন্তব্যের পরেই চটে যান বেশ কিছু সংখ্যক মানুষ। তাদের বক্তব্য এ ভাবে হিন্দু ভাবাবেগে কেন আঘাত হচ্ছে! পাশাপাশি এই ইস্যুকে কেন্দ্র করে কিছু দিন আগেই শ্রীরামপুর লোকসভার শেওড়াফুলি উদয়ন সিনেমার কাছে জি টি রোড এর উপর শেওড়াফুলি মহিলা মোর্চা একত্রিত হন। অন্যদিকে সীতা কে নিয়ে এরকম অসম্মানজনক মন্তব্য করায় অযোধ্যার সাধু সন্ন্যাসীদের একটা বড় অংশ প্রতিবাদ করতে শুরু করেছিলেন।
Hindustan TV Bangla Bengali News Portal