বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- রাত পোহালেই এ রাজ্যে তৃতীয় দফার নির্বাচন | তার আগে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ফের সংঘর্ষ দুই রাজনৈতিক দলের মধ্যে | আইএসএফ-কে পতাকা লাগাতে দেওয়ার বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে | ঘটনাটি ঘটেছে ভাঙর বিধানসভা কেএলসি থানার বামন ঘাটা এলাকায় | স্থানীয় সূত্রে জানা গেছে, কেএলসি থানার বামনঘাটা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের কর্মী-সমর্থকরা | সেই সময়ে একদল তৃণমূলকর্মী তাঁদের পতাকা লাগাতে বাঁধা দেন বলে অভিযোগ | শুরু হয় বচসা | সেখান থেকেই পরিস্থিতি চরমে ওঠে| আইএসএফ এর কর্মীদের একাধিক হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ | ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে | যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল | কেএলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আইএসএফ কর্মীরা বলে জানা গেছে | ঘটনার তদন্তে নেমেছে কেএলসি থানার পুলিশ |