সুবীর কর, বীরভূম :- এনকাউন্টার’ মন্তব্যের জের | বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহাকে শোকজ করল নির্বাচন কমিশন | ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁকে |রবিবার ধ্রুব সাহা বলেছিলেন, “তৃণমূলের শাসন ব্যবস্থায় পাকিস্তান হবে একথা বলা যায় | কিন্তু বিজেপির শাসন ব্যবস্থায় পাকিস্তান তৈরি হবে বললে এনকাউন্টারই হবে | যারা ভারতকে চারখানা পাকিস্তান করবে বলবে, যারা পাকিস্তানের ‘ডন’ পত্রিকার এডিটরকে ডেকে এনে বলবে, দেখুন আমি কী সুন্দর মিনি পাকিস্তান বানিয়েছি, তাদের এনকাউন্টার করা হবে না তো গলায় মালা পরানো হবে কি? ভারতে থেকে পাকিস্তান জিতলে যারা বোম ফাটাবে, তাদের এনকাউন্টার করা হবে | ২ মে রাজ্যে বিজেপি সরকার হবে | নানুরে ভাই তারক সাহা জিতবে এবং এখানে যারা দেশদ্রোহিতা করবে, যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে, তাদের নিশ্চিত এনকাউন্টার হবে |” এর বিরোধিতায় কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল | বিতর্কিত মন্তব্যের কয়েকঘণ্টার মধ্যেই ওই বিজেপি নেতাকে শোকজন করল কমিশন | ভোটের মুখে এই ঘটনায় অস্বস্তিতে বোলপুরের গেরুয়া শিবিরের নেতারা |