দেবরীনা মণ্ডল সাহা :- বাংলার পর দিল্লিও দখল করবে তৃণমূল কংগ্রেস | নির্বাচনী জনসভা থেকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের | বললেন, “এক পায়ে বাংলা জয় করব, দু’পায়ে দিল্লি |” তৃণমূল সু্প্রিমোর এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে|হুগলির চুঁচুড়ার জনসভায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,’ইলেকশনের আগে আমার পায়ে ইচ্ছে করে চোট করে দিল | যাতে আমি ইলেকশনে বেরোতে না পারি| আমি বললাম, আরে আমার একটা পা ভাঙা তো কী হবে! মা-বোনেদের দুটো করে পা আছে | একটা পায়ে যা করে বেরাচ্ছি| একটা পায়ে বাংলা জয় করব, আর দু’টো পায়ে তো আগামী দিনে দিল্লি জয় করতে হবে |”
এদিনের জনসভা থেকে বিজেপিকে আক্রমণের পাশাপাশি আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকিকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় | আব্বাসকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন তিনি| আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, “বাংলার সংখ্যালঘু ভোট কোনওদিনও ভাগ হবে না | কারণ, সব সংখ্যালঘু ভোট পড়বে তৃণমূলে |”