সুবীর কর, বীরভূম :- ভোটের মরশুমে বিজেপি কর্মীকে খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর | অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে ওই ব্যক্তিকে | ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায় | অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপির কর্মী-সমর্থকদের|জানা গেছে, বীরভূমের দুবরাজপুরের লোবা গ্রামের বাসিন্দা ওই যুবকের নাম প্রতিহার ডোম | তিনি এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত সোমবার সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই বিজেপি কর্মী | এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ঘরে ফেরেননি তিনি | এলাকায় খোঁজখবর করলেও প্রতিহারের কোনও হদিশ পাননি তাঁর পরিবারের সদস্যরা | পরে মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠে গামছা দিয়ে ঢাকা অবস্থায় মেলে ওই বিজেপি কর্মীর দেহ| ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায় | খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ | দেহ উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা | অভিযুক্তদের শাস্তির দাবি জানান তাঁরা | দীর্ঘক্ষণ পর পুলিশি আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে | স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে প্রতিহারকে | যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল | পারিবারিক অশান্তির কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই দাবি তাঁদের | পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে |